বুক রিভিউঃ দ্য ইলিয়াড ( বঙ্গানুবাদ )
December 25, 2024 by Shahriar Ahmed Shovon
রাজা প্রায়ামের পুত্র প্যারিস, দেবী আফ্রোদিতির সহায়তায় পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী গ্রিসের হেলেনকে অপহরণ করে ট্রয় নগরে নিয়ে আসে। এই অপহরণকে কেন্দ্র করে গ্রিকদের সঙ্গে ট্রোজানদের যুদ্ধ শুরু হয়। টানা ১০ বছরের এই যুদ্ধের ছোট্ট একটা অংশের মহাকাব্যিক বর্ণনা করেন হোমার তার দ্য ইলিয়াডে। মহাকাব্যের শুরুতে দেখা যায় গ্রীকদের সবচেয়ে বড় বীর একিলিস এবং আরেক বীর আগামেননের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
এই দ্বন্দ্বের কারণে ট্রোজান যুদ্ধে একিলিস অংশ নিতে অস্বীকৃতি জানায় এবং যুদ্ধ থেকে বিরত থাকে। আগামেননও তার অহংকারের বশে একিলিসকে ছাড়াই যুদ্ধ শুরু করে। যুদ্ধে গ্রীকদের পরাজয় হতে থাকে এবং দেবদেবীদের হস্তক্ষেপে একসময় ট্রোজানরা গ্রীকদের যুদ্ধজাহাজে হানা দেয়। তাদের থামাতে একিলিসের সহযোদ্ধা এবং বন্ধু প্রাণ হারালে একিলিস তার রাগ ভুলে যুদ্ধে অংশ নেয় এবং ট্রোজানদের সবচেয়ে শ্রেষ্ঠ বীর হেক্টরকে পরাজিত করে। পরে ট্রোজান শিবিরে হেক্টরের অন্তেষ্ট্যক্রিয়ার মাধ্যমে এই মহাকাব্য শেষ হয়।
পুরো যুদ্ধে মানুষের সঙ্গে সঙ্গে দেখা যায় দেবদেবীদের যুদ্ধে সরাসরি হস্তক্ষেপের চিত্র। হস্তক্ষেপের পাশাপাশি কিছু সময় অমর দেবদেবী, মর্ত্যের মরণশীল মানুষের সঙ্গে যুদ্ধেও লিপ্ত হয়। দেবদেবীরা এই যুদ্ধকে কেন্দ্র করে নিজেদের মধ্যেও যুদ্ধের সূচনা করে।
এই মহাকাব্যে দেখা যায় দেবতা জিউসের মধ্যে মানবিক গুণাবলি যেমন নিজ নিজ সন্তানদের পক্ষে যুদ্ধে প্রভাব বিস্তার করা, দেবদেবীদের মায়া বিস্তার করে যুদ্ধে মোড় ঘুরিয়ে দেয়ার মতো দৃশ্য। অন্যদিকে রাজা প্রায়াম মানুষ হয়েও তার মধ্যে আছে নিরপেক্ষ থেকে যুদ্ধ অবলোকনের মতো শক্ত চরিত্র। তৎকালীন গ্রিক সমাজের ধর্মীয় চিত্র, দর্শন এবং সংস্কৃতিও ভালোভাবে ফুটে উঠেছে এখানে।
আমরা যেমন এখন ভালো ক্যারিয়ার স্থাপন করাকে স্ট্যাটাস হিসেবে খুঁজে নিয়েছি তেমনি তখন ভালো যোদ্ধা হওয়া ছিল স্ট্যাটাস। যুদ্ধের যুদ্ধ বন্দী নারীরা তাদের পরিবার, সমাজ ছেড়ে এসে একরকম অপহৃত হয়েও যখন বন্দী হিসেবে কোনো ভালো যোদ্ধার কাছে উপহার হিসেবে গিয়েছে তখন তাদের মধ্যে ফুটে উঠেছে স্ট্যাটাস সিম্বলের প্রতি দুর্বলতা। সমাজে দেখা দিয়েছে যোদ্ধাদের প্রতিপত্তি এবং দুর্বল চিত্তের পুরুষদের প্রতি অপমান-অবমাননা, যা ইলিয়াডে বেশ নিপুণ ভাবে ফুটে উঠেছে। যুদ্ধ থেকে পরাজিত হয়ে ফেরার তুলনায় যুদ্ধে প্রাণ ত্যাগ করার মতো সাহসী আর বীরত্বপুর্ণ মনোভাবের পরিচয় মিলেছে চরিত্রগুলোর মধ্যে।
সবমিলিয়ে দ্য ইলিয়াড অসাধারণ এক মহাকাব্য তা নতুন করে বলার প্রয়োজন পড়বে না। আশ্চর্য হতে হয় অনুবাদক খুররম হোসাইনের অনুবাদের ক্ষমতা দেখে! অসাধারণ ভাবে মুল কাহিনীর সামঞ্জস্য রেখে করা এই অনুবাদ নিঃসন্দেহে অতুলনীয়।
বইয়ের নামঃ দ্য ইলিয়াড ( মহাকাব্য )
লেখকঃ হোমার, খুররম হোসাইন ( অনুবাদক )
প্রকাশনীঃ ফ্রেন্ডস বুক কর্নার
Categories
Recent Posts
About
This is my personal blog, where I write about various topics related to software development, technology, and my own experiences. I enjoy exploring new technologies, frameworks, and programming languages, and sharing what I learn with others.