Blog

Soliloquy

সবকিছু খুব এলোমেলো মনে হয়। প্রচণ্ড মেঘ হয়েছে আকাশে, ঠিক বেলা ফুরিয়ে সন্ধ্যা হয়ে আসছে। ঝড়ো বাতাস, ঘন কালো মেঘের সাথে যেন সমুদ্রের ঢেউ কালো হয়ে মিশে যাচ্ছে। যেন পুরো সাগরে শোকের মাতম বইছে, কালো হয়ে উঠেছে আরো ঘন কালো। এই গভীর সাগরে আমি একা নাবিক, সঙ্গে কেউ নেই, ছুটে চলেছি ছোট্ট একটা জীবন নামের নৌকা করে। যেকোন সময় এই নৌকা উল্টে পড়বে, আমায় নিয়ে ফেলবে এই কালো ঘন শোকের মধ্যে। নিজেকে হারিয়ে ফেলব শোকের ছায়... Read More