Blog

Post Thumbnail

বুক রিভিউঃ বৃত্তবন্দি

December 19, 2024 by Shahriar Ahmed Shovon

মোট ৬ টি গল্প, রহস্য নির্ভর গল্প বলেই স্বীকৃত। শেষ গল্পের নাম থেকেই বইয়ের শিরোনাম। প্রথম গল্পটি সুন্দর ছিল, পরের গল্প গুলোও ভালো কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে হতাশ করেছে। লেখকের নাম রাজীব হোসাইন সরকার, ফেসবুকে তার কিছু ছোট ছোট লেখা পড়ে এবং অন্যদের মুখে শুনে তার লেখা সম্বন্ধে খুব উচ্চ ধারনা করে ফেলার কারণে হতাশ হয়েছি বলা যায়। যদিও লেখকের প্রথম বই তারপরেও আরো ভালো আশা করেছিলাম।

যদি প্রথম গল্পের কথায় আসি, পরিবেশের বর্ণনায় লেখক সত্যিই অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। এরপরে যে নারী চরিত্র সম্বন্ধে আলোকপাত করেছেন এবং তার আচরণগত ব্যাখ্যা দিয়েছেন, এদিক দিয়ে লেখক প্রশংসার দাবিদার। এই গল্পটা হুট করে শেষ হয়ে গেছে মনে হলেও সুন্দর একটা শেষ আছে আমি বলব।

পরবর্তী গল্পটা ভালো লাগার কথা ছিল। কিন্তু আগে কোথাও পড়েছি মনে হচ্ছিল দেখে ঠিক উপভোগ করতে পারিনি। পড়তে পড়তে দেখি অনেকটাই আমি জানি।

একই ভাবে অন্য গল্পগুলো ভালো-খারাপ মিলিয়ে বলা যায়। শেষের গল্পে জটিলতা উপভোগ্য ছিল কিন্তু আশাহত হয়েছি। যে কারণে হয়েছি সেটা সবগুলো গল্পেই সাধারণ সমস্যা।

পুরো বইতে ভালো লেগেছে চরিত্র বর্ণনা। বিশেষ করে নারী চরিত্র বর্ণনায় লেখক যে ধরনের তথ্য দিয়েছেন সেগুলো খুবই যৌক্তিক আর সত্য লেগেছে। তবে একই রকম বর্ণনা সবগুলো গল্পেই আছে তাই কিছুটা বিরক্ত লাগার উপাদান উপস্থিত বলা যায়। এর বাইরে গল্পের প্রেক্ষাপট বর্ণনা বেশ সাজানো গোছানো ছিল।

গল্পগুলো অতি সাধারণ হলেও সমস্যা ছিল না। কিন্তু লেখক গল্পের প্রফেসর চরিত্রকে শক্তিশালী করতে গিয়ে এতোটাই অসাধারণ করে তুলেছেন তিনি আর সাধারণ কোনো চরিত্র না হয়ে ম্যাজিশিয়ান হয়ে গেছেন। যুক্তির ধাপ গুলোও অনেক দুর্বল ছিল যার ফলে গল্পের মধ্যে ত্রুটি থেকে গেছে। এই সমস্যা দেখা যায় নতুন কেউ রহস্য গল্প লেখা শুরু করলে। লেখক অনেকদিন ধরে লিখে এরপরেই বই লিখেছেন তবুও কেন এই ভুল হয়েছে বুঝতে পারিনি। তবে এই একটা বিষয়ই যথেষ্ট গল্পগুলোকে দুর্বল করে দেয়ার জন্য।

বইয়ের নামঃ বৃত্তবন্দি
লেখকঃ রাজীব হোসাইন সরকার
প্রকাশনীঃ বাংলার প্রকাশন

বিশেষ উল্লেখঃ বইয়ের উৎসর্গ অংশটা ভালো লেগেছে।