Blog

Post Thumbnail

বুক রিভিউঃ আমি আবু বকর

December 21, 2024 by Shahriar Ahmed Shovon

ছোটখাটো আর বেশ স্লিম একটা উপন্যাস। স্লিম বলছি কারণ সাম্প্রতিক যেকোন উপন্যাসে দেখি লেখকের প্রথম আর প্রধান চিন্তাজুড়ে থাকে ভারি ভারি কথার মাধ্যমে উপন্যাসকে “উপন্যাস” করে তোলার চেষ্টা। আবার কেউ কেউ আধুনিক সাহিত্যিকদের লেখ্যরীতি ফলো করতে গিয়ে লেখাকে এতই সস্তা করে ফেলেন যেন তা ফেসবুকের পোস্ট। এদিক দিয়ে অধ্যাপক আসিফ নজরুল ব্যালেন্স রেখে সুন্দর লিখেছেন।

গল্পের মুল কাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রকে নিয়ে। যে গ্রাম থেকে শহরে আসে এবং এসেই থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়ে। এর মধ্যে হলে থাকতে গিয়ে শিবির সন্দেহে মার খায় ক্ষমতাসীন ছাত্র সংগঠনের হাতে। এরপর থেকেই তার জীবন বদলে যায়। কিভাবে বলদে যায় এবং জীবনের বাঁকে বাঁকে তার জন্য অপেক্ষা করা ঘটনাগুলো জানতে পড়তে পারেন উপন্যাসটি।

গল্পটি সত্যি বলতে খুব সাধারণ, এই গল্প শুনেছিও অনেকের মুখে। আপনি যদি দেশের ১০ জন পাবলিক ভার্সিটির স্টুডেন্টের কাছে গিয়ে জিজ্ঞেস করেন ৬ জনের কাছে কাছাকাছি এই গল্প শুনতে পারবেন। গল্পে স্থান পেয়েছে নিত্যদিনের রাজনীতি, দেশের বর্তমান অবস্থা, সমাজের নিচু আর ধনী শ্রেণির মধ্যেকার সম্পর্ক আর সমাজের নৈতিক স্থলন ঘটা ছোটখাটো কিছু ঘটনাও। তবে গল্পে স্থান পাওয়া সব ঘটনা জরুরি ছিল বলে মনে হবেনা আপনার। তবে যেহেতু উপন্যাস, যেহেতু ফিকশন তাই …

উপন্যাস মাত্রই চরিত্রের মাধ্যমে ঔপন্যাসিকের চিন্তাভাবনার বহিঃপ্রকাশ। প্রবন্ধতে একই কথা লিখলে যেখানে সেটাকে সরাসরি লেখকের চিন্তা বলা যায় সেখানেই উপন্যাসে বলতে গেলে পাল্টা তর্ক আসবে যে উপন্যাস নিছক গল্প মাত্র। লেখক এই উপন্যাসে সমাজের যে চিত্র দেখিয়েছেন সেখানে বিভিন্ন চরিত্রের মাধ্যমে কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন। মনোযোগী পাঠক যেন সেগুলো নিয়ে ভাবে এবং মুল সমস্যা নিয়ে ভাবতে পারে সেটাই চেয়েছেন বলে মনে হয়েছে।

সর্বোপরি ঘন্টা দুই-তিন সময় হাতে থাকলে উপন্যাসটি পড়ে ফেলতে পারেন। যেমন উপভোগ্য তেমনি চিন্তার উদ্রেগকারী।

বইয়ের নামঃ আমি আবু বকর
লেখকঃ আসিফ নজরুল
প্রকাশনীঃ প্রথমা প্রকাশন