Blog

Self reflection

কবিতাঃ বড় হয়ে গেছি

October 30, 2024 by Shahriar Ahmed Shovon

বুঝতে পারতেছি, বড় হয়ে গেছি। বড় হওয়া নাকি আনন্দের না, আমার তো ভালোই লাগছে। বড় হওয়া না, বড় হওয়ার কারণে মানুষের থেকে পাওয়া, গুরুত্ব। তো সেইদিনকার কথা, হ, বড় হওয়ার পরের কথা। খেয়াল করলাম আমি পাল্টাই গেছি, হ জানি, পাল্টানোটাই নিয়ম। তয় যা বলতেছিলাম, পাল্টানো, দ্যাখলাম আমি নিজেরে গুটাইয়ে নিতেছি। নিজের মধ্যে। যদিও মানুষের মাঝে থাকলে অভ্যাসবশত চঞ্চল, মানে সারাজীবন যেমন ছিলাম আরকি। তয়, পরিবর্তন একটা হচ্ছে, স... Read More