Blog

Post Thumbnail

যেভাবে ফ্রিতে আনলিমিটেড মিডিয়াম আর্টিকেল পড়বেন

April 25, 2023 by Shahriar Ahmed Shovon

আপনি হয়ত জানেন যে মিডিয়ামে ১ মাসে সর্বোচ্চ ৩ টার বেশি আর্টিকেল ফ্রিতে পড়া যায়না। এর থেকে বেশি পড়তে গেলে আপনাকে প্রিমিয়াম মেম্বার হতে হয়। কিন্তু কে করবে এত খরচ? তার থেকে ভালো একটা উপায় হচ্ছে ৩ টার বেশি পড়তে চাইলে একটা আর্টিকেলের লিংক কপি করে ব্রাউজারের ইনকগনিটো ট্যাব এ পেস্ট করলে আপনি পড়তে পারবেন কারণ ব্রাউজারের ক্যাশ থেকে আপনাকে মিডিয়াম আইডেন্টিফাই করে যে আপনি এই মাসে কয়টা আর্টিকেল পড়েছেন।

যেহেতু ইনকগনিটো ট্যাবে আপনার ডিফল্ট ট্যাবের বা উইন্ডোর ক্যাশ বা অন্য ডেটা শেয়ার করা হয়না সেহেতু মিডিয়াম আপনাকে ইউনিক ইউজার ভাবে এবং আবার নতুনের মতো পড়তে দেয়।

কিন্তু কাজ টা যেহেতু একটা ঝামেলার তাই সুন্দর একটা এক্সটেনশন পেয়েছি ক্রোমিয়াম বেজ সকল ব্রাউজার এবং ফায়ারফক্স উভয়ের জন্যই এভেইলেভল। যে এক্সটেনশনের কাজ মূলত মিডিয়ামের ডেটা ক্লিয়ার করে আপনাকে পড়তে দেয়া। যেন বারবার ক্যাশ ক্লিয়ার বা অন্য ইনকগনিটো ট্যাবে যাওয়া না লাগে।

হ্যাপি রিডিং :)

ফায়ারফক্স এর জন্যঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/medium-unlimited-access/

ক্রোমিয়াম বেজড ব্রাউজার এর জন্যঃ https://chrome.google.com/webstore/detail/medium-premium-version-fo/emnnfdphohebiolehihekkiecpkmfiei?hl=en