Blog

Post Thumbnail

কবিতাঃ অযাচিত স্পর্ধা

February 5, 2024 by Shahriar Ahmed Shovon

যদি সুমেরীয় কালপুরুষের তারাগুলো এসে,
শীতের শেষে  হাতছানি দিয়ে ডাকে আমায়।
আমি অবজ্ঞা করে ফিরেও দেখব না।

এনে দাও যদি আকাশগঙ্গার সমস্ত ধূলিকণা আমার হাতে,
তবুও আমি গ্রহণ করব না কারো বন্ধুত্ব।

হিমালয়ের পাহাড়্গুলো যদি করতে চায় আমায় অতিথি,
তবুও আমি পা বাড়াব না।

যদি বলো জানাবে আমায় নীল সমুদ্রের তলদেশের খবর,
দেখাবে শীতল বালুকণা,
আমি তখনো নেব মুখ ফিরিয়ে।

আমার সমস্ত চিন্তা আর সমগ্র মনোযোগের কেন্দ্রবিন্দু হতে চাইলেও,
আমি পালিয়ে আসব লাইব্রেরি অফ কংগ্রেস থেকে।

তোমরা অবাক হয়ে জিজ্ঞেস করবে,
কিসের এতো অহংকার আমার।
জিজ্ঞেস করবে কোন স্পর্ধায়
আমি করি অবমাননা ছায়াপথের, পাহারের, সমুদ্রের।

তবে তোমরা হয়তো জানোনা,
এই স্পর্ধার পেছনে আছে গ্লানি, হতাশা আর আক্ষেপ।
আছে পূর্বের হারিয়ে ফেলার মতো ভয়ংকর দুঃখ-শোক।

সমগ্র পৃথিবী যে হারাতে পারে,
হারাতে পারে পুরো মহাবিশ্বের সমান অসীম ভালোবাসাকে।
তার কাছে সমুদ্র কি তুচ্ছ নয়?
তুচ্ছ নয় কি হিমালয় কিংবা ছায়াপথের তারকারাজি?