
হারাবো আবার কোনোদিন নীল সমুদ্রে
February 5, 2024 by Shahriar Ahmed Shovon
সবকিছু খুব এলোমেলো মনে হয়। প্রচণ্ড মেঘ হয়েছে আকাশে, ঠিক বেলা ফুরিয়ে সন্ধ্যা হয়ে আসছে। ঝড়ো বাতাস, ঘন কালো মেঘের সাথে যেন সমুদ্রের ঢেউ কালো হয়ে মিশে যাচ্ছে। যেন পুরো সাগরে শোকের মাতম বইছে, কালো হয়ে উঠেছে আরো ঘন কালো। এই গভীর সাগরে আমি একা নাবিক, সঙ্গে কেউ নেই, ছুটে চলেছি ছোট্ট একটা জীবন নামের নৌকা করে।
যেকোন সময় এই নৌকা উল্টে পড়বে, আমায় নিয়ে ফেলবে এই কালো ঘন শোকের মধ্যে। নিজেকে হারিয়ে ফেলব শোকের ছায়ায়। আলিঙ্গন করবে অন্ধকার, অতলে খোয়াবো নিজেকে।
আদতে উদ্দেশ্যহীন মনে হলেও মনের কোণে এক সুপ্ত লক্ষ্য লুকিয়ে আছে। যেকোন কিছুর বিনিময়ে, প্রয়োজনে মৃত্যুকে আলিঙ্গন করে হলেও আমি সেই লক্ষ্যে পৌঁছাতে চাই। আদতে সে লক্ষ্যে পৌঁছানোর শর্তই আপনাকে মৃত হতে হবে। দেহের মৃত্যু, আত্নার না।
এমন করুণ অবস্থায়ও আমি স্বপ্ন দেখছি। দেখতে চাচ্ছি, পছন্দ করছি। স্বপ্নে আমি অহরহ ঘুরছি নীল পানির সমুদ্রে। উপরে হালকা নীল রং এর আকাশ, ভেসে বেড়াচ্ছে সুন্দর সাদা ছোট্ট ছোট্ট মেঘের দল। এই মেঘের ছায়া এসে পড়ছে আমার শরীরে। সমুদ্রের নীল পানি যেন বারবার বলছে উপরে তাকাতে। দুজনেই যে নীল।
কিন্তু সহসাই সে স্বপ্ন দুমড়ে মুচড়ে চুরমার হয়ে যায়। বিকট মেঘের গর্জন আর বাতাসের প্রকোপে আমি আবারো ইউটোপিয়া থেকে বাস্তবে ফিরি। সংগ্রাম চলছেই। এগিয়ে যাচ্ছি আমার নৌকা করে।
যে স্বপ্ন আমি দেখছি তা আজকে শুধু স্বপ্ন হলেও কিছু সময় আগেও ছিল বর্তমান। ঘড়ির কাঁটার নিরলস পর্যায়বৃত্ত ঘূর্ণনের ফলে সে কাল আমি হারিয়েছি।
খুব করে চাই, প্রচন্ড আকাঙ্ক্ষা হয় ফিরে যেতে ওই সুন্দর আকাশের সমুদ্রে। ভাবছিলাম কোনভাবে ফেরা যায় কিনা, সবকিছুর স্বার্থ ত্যাগ করে, সম্পর্ক ত্যাগ করে, দায়িত্ব ছুঁড়ে ফেলে দিয়ে।
ঠিক তখনই মনে পড়ল, আমি নিছক কল্পনা করছি। আমার এই পুরো অভিযানে আমি কখনোই সুন্দর নীল আকাশ দেখিনি। শুরু থেকেই এরকম অন্ধকার কালো। কিন্তু কেন মনে হচ্ছে একসময় আমি সুন্দর নীল আকাশ আর পানির মাঝে বিরাজ করতাম?
সহসাই কেউ যেন কানের কাছে ফিস ফিস করে বলে গেল, সেসমস্তই ছিল না বুঝে ভুলে থাকা। আমি অবুঝের মতো তখন অন্ধকার আকাশকেও নীল আকাশ ভেবে ভুল করতাম। কালো ঠান্ডা পানিকে ভাবতাম স্বচ্ছ নীলাভ পানি।
তবে সে ভুল হোক বা অবুঝের স্বপ্ন, আমি তবুও ওখানে ফিরে যেতে চাই। এই দম বন্ধ হয়ে আসা পরিবেশে আমি আবার অবুঝ হতে চাই। সবকিছু শান্ত হয়ে যাক, আমি নীল সমুদ্রের বুকে আবার হারাতে চাই।
Categories
Recent Posts
About
This is my personal blog, where I write about various topics related to software development, technology, and my own experiences. I enjoy exploring new technologies, frameworks, and programming languages, and sharing what I learn with others.