বুক রিভিউঃ The Almanack Of Naval Ravikant
December 23, 2024 by Shahriar Ahmed Shovon
মাঝেমধ্যে কিছু বই পড়লে মনে হয় এই বইটা এখন সবাইকে জোড় করে হলেও পড়ানো উচিত। এই বইটা ঠিক সেরকম।
রাইটার Eric Jogenson মূলত এই বইতে Naval Ravikant এর টুইট, পডকাস্ট, ব্লগ, বক্তব্য, ভিডিওর কন্টেন্ট গুলোর একটা কম্পাইলেশন করেছেন। প্রসঙ্গত, Naval Ravkiant একজন উদ্যোক্তা, ইনভেস্টর এবং AngelList এর কো-ফাউন্ডার ও সিইও। Uber, Twitter, Notion, Stack Overflow সহ এরকম ৭০ টা কোম্পানি এবং ১০ টা ইউনিকর্নের ইনভেস্টর তিনি।
মোট ২ টা ভাগে পুরো বইটা ভাগ করাঃ Wealth এবং Happiness. প্রথম অংশে সম্পদ, অর্থ, ব্যবসা, চাকুরী এইসব নিয়ে কথা বলা হয়েছে। আর দ্বিতীয় অংশে হ্যাপিনেস, লাইফের ফিলসফি নিয়ে উনার দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। ব্যক্তিগতভাবে প্রথম অংশ অর্থাৎ Wealth এর পুরো অংশটা অসাধারণ লেগেছে আমার কাছে। প্রচলিত বিভিন্ন থটকে চ্যালেঞ্জ করে উনার ভিউ তুলে ধরেছেন। লাইফের অন্যান্য অংশের সঙ্গে Wealth কে ইন্টিগ্রেট করাটা সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে এই অংশে।
দ্বিতীয় অর্থাৎ হ্যাপিনেস অংশে হ্যাপিনেস, লাইফ নিয়ে তার ব্যক্তিগত দর্শন প্রকাশ পেয়েছে। সত্যি বলতে আমার এই অংশের সিংভাগ অপছন্দ হয়েছে। আমার কাছে মনে হয়েছে তার ফিলসফি Wealth এবং Life দুইজায়গায় কন্ট্রাডিক্ট করছে। তবে পুরো বইয়ের সঙ্গে যে একমত হতে হবে এমন না। তবে আপাতত অপছন্দের অংশ নিয়ে ঠিক কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছিনা।
Wealth অংশটা আমি একবার পড়ে ঠিক তারপরেই আরেকবার পড়তে শুরু করেছি। এতো ডিপ আর এতো থট প্রোভোকিং প্রত্যেক্টা লেখা সেটা ভাষায় প্রকাশ সম্ভব না। যদি কিছু কীওয়ার্ড বলি,
- লেভারেজ এর কনসেপ্টটা এর থেকে ভালো করে মেইবি আর কেউ কখনো বোঝাতে পারবেনা লেখক যেভাবে বুঝিয়েছেন। প্রত্যেক্টা সেন্টেন্স মেড সেন্স।
- উইজডোমের একটা সংজ্ঞা আমার কাছে ছিল। এই বই পড়া শেষে প্রথম যে কাজটা করেছি সেটা হলো ঐ সংজ্ঞাটা নতুন করে রিডিফাইন করা।
- একাউন্টিবিলিটি কিভাবে গ্রোথে হেল্প করে সেটা এর আগে কখনো রিয়ালাইজ করিনি।
- জাজমেন্ট, জাজমেন্ট, জাজমেন্ট! কিচ্ছু বলা সম্ভব না, পড়ে নেয়া লাগবে। জাজমেন্ট, একশনের কন্সেকুয়েন্স এসব হয়তো অনেক জায়গায় শুনে থাকবেন কিন্তু এখানে এত্তো এত্তো ইন্সাইট দেয়া হয়েছে আপনি যাস্ট পড়ার পরে কয়েকদিন এসব নিয়েই ভাবতে থাকবেন।
এই বইয়ের সবচেয়ে ভালো ব্যাপার যদি আমাকে জিজ্ঞেস করেন তবে বলবো এই বইটা বিভিন্ন সময় পড়লে আপনি বিভিন্ন রকম ভাবে ইন্টারপ্রেট করতে পারবেন। যেকোন অসাধারণ বইয়ের প্রধান বৈশিষ্ট্য আমি মনে করি এটা।
দ্বিতীয় অর্থাৎ হ্যাপিনেস অংশ না পড়লেও তেমন ক্ষতি হবেনা, কিন্তু প্রথম অর্থাৎ Wealth এর অংশটা না পড়লে একটা গোল্ডমাইন মিস করবেন নিশ্চিত। এখনো এখানে কী? কমেন্টে বইয়ের লেজিটেমিট ওয়েব + পিডিএফ ভার্সন দিয়ে রাখছি। দ্রুত পড়ে ফেলেন।
বইয়ের নামঃ The Almanack Of Naval Ravikant
লেখকঃ Eric Jorgenson
Categories
Recent Posts
About
This is my personal blog, where I write about various topics related to software development, technology, and my own experiences. I enjoy exploring new technologies, frameworks, and programming languages, and sharing what I learn with others.