Blog

Post Thumbnail

বুক রিভিউঃ মুখোমুখি খালেদ মুহিউদ্দীন

December 18, 2024 by Shahriar Ahmed Shovon

ব্যারিস্টার মওদুদ আহমদ, শাজাহান খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এইচ টি ইমাম চারজন জনপ্রিয় এবং বেশ আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। খালেদ মুহিউদ্দীনের সঙ্গে তাদের আলাপচারিতা উঠে এসেছে এই বইতে। খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় যেসব টক-শো হয় সেগুলোর ৪ টি ভিন্ন এপিসোডকে চারটি অধ্যায়ের মাধ্যমে মলাটবদ্ধ করেছেন বলা যায়।

খালেদ মুহিউদ্দীন কে আল জাজিরার মেহদি হাসান এর সঙ্গে তুলনা করে আলোচনা করতে দেখি অনেককে। আমি মনে করি তাদের মধ্যে সবচেয়ে বড় মিল তাদের এন্টাইরটেইন্মেন্ট ভ্যালু। এই বিষয়ে আপাতত না গিয়ে যদি বইয়ের কথাতে আসি তাহলে কেন আপনি এই ৪ টি টক-শো না দেখে বইটি কিনবেন সে উত্তর আমার কাছে নেই। এখানে নিতান্তই ৪ টি ভিডিওর সাবটাইটেইল তুলে ধরা হয়েছে বলা যায়। বই হিসেবে আলাদা কোনো মূল্যায়ন করার সুযোগ এখানে নেই।

কিন্তু যদি ধরে নেই এই ৪ টি এপিসোড ভিডিও আকারে নেই ( আসলে আছে ), শুধুমাত্র বইতে আছে তাহলেও এটি নিয়ে আলোচনা-সমালোচনার সুযোগ সেভাবে থাকছেনা। কারণ এখানে লেখক প্রশ্ন করেছেন আরেকজন উত্তর দিয়েছেন, এভাবেই বইটির পুরো গঠন। নিখাদ সাক্ষাৎকার। বরাবরেই মতোই বাকপটু খালেদ মুহিউদ্দীন তার মুনশিয়ানা দেখিয়েছেন প্রশ্ন করাতে।

তবে একটি বিষয় না বললেই না, আমরা চোখের সামনে যা দেখি সেটাকেই সব মনে করে সব আলোচনা ওখান থেকেই করি। এই যেমন প্রশ্ন, রিসার্চ এইগুলোকে যদি ধরি ভালো কিছু তাহলে সেই ভালো কিছুর ক্রেডিট পান খালেদ। কিন্তু ভূমিকাতে খালেদ বলেছেন তার প্রশ্ন, প্রয়োজনীয় রিসার্চ তিনি একা করেন না। বরং তার টিম সহ করেন। সেক্ষেত্রে খালেদ একাই তার ভালো প্রশ্ন, প্রস্তুতির প্রশংসা পান না। তার টিম ও পায়।

উপসংসার টানতে হলে বলব, বই হিসেবে ধরতে পারছিনা। বড়জোর বলা যায় সাবটাইটেল প্রিন্ট করে মলাটবদ্ধ করা। তাই বই হিসেবে রিভিউ দেয়া সম্ভব না।

বইয়ের নামঃ মুখোমুখি খালেদ মুহিউদ্দীন
লেখকঃ খালেদ মুহিউদ্দীন
প্রকাশনীঃ আদর্শ