Blog

Post Thumbnail

বুক রিভিউঃ গল্পে গল্পে পরিসংখ্যান

December 27, 2024 by Shahriar Ahmed Shovon

পরিসংখ্যান বিষয়টিতে আমার আগ্রহ ঠিক কবে থেকে আমি জানিনা। আর সে আগ্রহের পালে প্রবল হাওয়া দিয়েছে এ.এইচ.এম রহমতউল্লা ইমনের “গল্পে গল্পে পরিসংখ্যান” বইটি। পুরো বইতে লেখক চেষ্টা করে চলেছেন একটা বিশেষ ভুল ধারণা দূর করতে। ধারনাটি হচ্ছে, পরিসংখ্যান খুব কাঠখোট্টা বিষয়। এই ধারণা মিথ্যা প্রমাণের জন্য লেখক তুলে এনেছেন পরিসংখ্যানের ইতিহাস থেকে শুরু করে তত্ত্বের দৈনন্দিন ব্যবহার।

পরিসংখ্যানের একাডেমিক লেখাপড়া যে একটা ছোট্ট বই পড়ে সম্ভব না সে কথা মনে করিয়ে দিয়ে আমি আপনার বুদ্ধিমত্তার অপমান করব না। তবে লেখক যেভাবে তত্ত্বগুলোর বর্ণনা করেছেন তাতে বলা বাহুল্য পরিসংখ্যানের শিক্ষার্থী না হয়েও কিছু বিষয় খুব সুন্দর বুঝতে পেরেছি। বইয়ের এই অংশটি ঠিক যেমন প্রশংসার তেমনি কিছু সমালোচনারও। বেশ কিছু জায়গায় লেখক বিভিন্ন তত্ত্ব নিয়ে আলাপকালে আলাপের বেশ গভীরে চলে গিয়ে এমন বিষয় নিয়ে আলাপ করেছেন যেগুলো পরিসংখ্যানের শিক্ষার্থী বা নিদেনপক্ষে এই বিষয়ে আগে থেকে না জানা থাকলে বুঝে ওঠা খুব কঠিন। হয়তো সাধারণের জন্য আরো সহজ বা অগভীর আলোচনাতে ইতি টানা ভালো হতো। তবে সমালোচনার অংশ যদি বাদ দেই তাহলে বলতে হবে লেখক তার মুল উদ্দেশ্যে সফল। গল্পে গল্পে পরিসংখ্যানের সঙ্গে তিনি শুধু পরিচয় করিয়েই ক্ষান্ত হননি, এই বিষয়ে আরো লেখাপড়ার জন্য উদ্বুদ্ধও করেছেন।

সব মিলিয়ে ছোট্ট পরিসরের এই বই আপনাকে গল্পে গল্পে পরিসংখ্যানের সঙ্গে পরিচয় যেমন করিয়ে দেবে এবং একই সাথে বিস্তর পড়ালেখার জন্য অনুপ্রেরণাও যোগাবে। আপনার পরিসংখ্যান শেখার যাত্রা সহজ এবং আনন্দের হোক -এই দোয়া রেখে শেষ করছি।

বইয়ের নামঃ গল্পে গল্পে পরিসংখ্যান
লেখকঃ রহমতউল্লাহ ইমন
প্রকাশনীঃ প্রথমা প্রকাশন