বুক রিভিউঃ Days at Morisaki Bookshop
December 24, 2024 by Shahriar Ahmed Shovon
বইয়ের কভারটা খুব সুন্দর না? কভারটা দেখেই মূলত পড়ার ইচ্ছা জেগেছিল। অর্ধেক শেষ করে বাকিটা আর সময়ের অভাবে হয়ে উঠছিল না, শেষমেশ আজকে বিকেলে শেষ হল।
বইটা পড়ার পর একটা মিশ্র অভিজ্ঞতা হয়েছে, সুন্দর ছোট্ট একটা বই। অসম্ভব রকম ভালো লাগার যেমন না আবার অপছন্দ করার মতোও না। বরং অবসরে বসে পড়ে ফেলার মতো সুন্দর বই। গল্পের মুল চরিত্র তার বয়ফ্রেন্ডের থেকে বিট্রেইড হওয়ার পরে বেশ ডিপ্রেসড ছিল। এসময় ঘটনাচক্রে সে তার আত্মীয়ের পুরনো বইয়ের দোকানে থাকতে শুরু করে। কখনো বই পড়তে পছন্দ না করা মুল ক্যারেক্টার ‘টাকাকো’ এই বইয়ের দোকানে থেকে বাধ্য হয়ে ধীরে ধীরে বই পড়তে শুরু করে এবং অজান্তেই সে বইয়ের প্রতি তার পড়ুয়া অনুভূতির প্রকাশ দেখতে পায়। গল্পের মোট দুইটা পার্টের প্রথম পার্টে মুল ক্যারেক্টারের ডিপ্রেসড অবস্থা থেকে বই পড়তে পড়তে এবং কমিউনিটির সঙ্গে মেশার মাধ্যমে মুভ অন করার গল্প বলা হয়েছে। আর দ্বিতীয় অংশটা, সেকেন্ড গুরুত্বপুর্ণ ক্যারেক্টার সঙ্গে পরিচয় হয়েছে এবং গল্প এই দুই ক্যারেক্টারের মাধ্যমে আবর্তিত হয়েছে। প্রথম অংশে যেমন পুরনো বইয়ের দোকানের এনভাইরোমেন্টে গল্প চলেছে, দ্বিতীয় বা শেষ অংশে গল্প চলেছে পাহাড়ের একটা এডভেঞ্চারাস ট্যুরে।
আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কোনো লেখাই অনুবাদের মাধ্যমে পুরোপুরি ফুটিয়ে তোলা সম্ভব না। জানিনা এই বইয়ের ক্ষেত্রে সে ব্যাপারটা কতখানি হয়েছে কিন্তু চরিত্রের বর্ণনা থেকে গল্পের মূল কাহিনী সবকিছুর মধ্যে একটা গভীরতার অভাব আছে অনুভব হয়েছে। এই গভীরতার অভাব মনে হয়েছে যেমন গল্পের চরিত্রগুলোর মধ্যকার সম্পর্কে তেমনি মনে হয়েছে তাদের কথোপকথনে। প্রথমে মনে হয়েছে যেহেতু জাপানের গল্প হয়তো তাদের সংস্কৃতি বা সম্পর্কগুলো এমনই। তবে গুডরিডসে পরে রিভিউ দেখে মনে হলো শুধু আমি নই অনেকের ই এমন মনে হয়েছে।
তবে গল্প বলার ধরন অর্থাৎ প্রধান চরিত্র নিজেই গল্পকথক এবং গল্প তার স্মৃতি থেকে বলছে এমন বলার ভঙ্গি আমি বেশ পছন্দ করি। আর এই গল্পটা ঠিক সেরকম। গল্পের কথোপকথনে গভীরতা না থাকলেও বলতে হবে বোরিং ছিল না। বরং প্রত্যেক ক্যারেক্টার মধ্যে ডিস্টিংক্ট কিছু বৈশিষ্ট্য ছিল। সবমিলিয়ে বেশ উপভোগ্য লেগেছে আমার কাছে, কভারটার প্রতি সুবিচার করে হলেও একবার পড়ে দেখতে পারেন। হতাশ হবার মতো মনে হয়নি।
বইয়ের নামঃ Days at Morisaki Bookshop
লেখকঃ Satoshi Yagisawa, Eric Ozawa (Translator)
Categories
Recent Posts
About
This is my personal blog, where I write about various topics related to software development, technology, and my own experiences. I enjoy exploring new technologies, frameworks, and programming languages, and sharing what I learn with others.