কবিতাঃ আমি বোধহয় হিংস্রতাকে ভালোবেসে ফেলেছি
December 27, 2024 by Shahriar Ahmed Shovon
আমি বোধহয় হিংস্রতাকে ভালোবেসে ফেলেছি,
বোধহয় আমি দুঃখের পাশে থাকতে চাই জীবনভর।
কিন্তু মৃত্যুই কেন আজ আমার সবচেয়ে প্রিয়?
কেন আহত আর পঙ্গুদের দেখলেই মনে আশা জাগে?
ঠিক কোন কারণে রক্তের রং আজ প্রিয় হলো?
উত্তর জানা নেই।
শুধু জানি এক পায়ে খুঁড়িয়ে হাঁটা তরুণ,
আমার সাহসের প্রতীক।
ঐ অন্ধ চোখে হাতড়ে পানির গ্লাস নেয়া ছেলেটা,
আমায় আলোর দিকে ডাকে।
যে ছেলে সব ভেবে যুক্তিতে না পেরে শেষে বলেছে,
“আবেগ অনেকসময় যুক্তিকে যৌক্তিকতায় পেছনে ফেলে দেয়”
আমি সেই ছেলের হাতে হাত রেখে এই রক্তাক্ত পথ হাঁটতে চাই।
এত তীব্র বাসনা সত্ত্বেও কেন আমি তবু অন্ধকারে?
উত্তর জানা নেই।
এতো লেখাপড়া, এতো জানাশোনা সবকিছু অনর্থক লাগে,
সবকিছু বাহুল্য লাগে,
যখন দেখি ছোট্ট শিশুর চোখে ধ্বংসের প্রতিচ্ছবি।
ঐ চোখে না থাকার কথা লাল-নীল রঙিন স্বপ্ন?
ঐ চোখের ছবি আমার চোখেও,
আয়নায় দেখি চোখের মধ্যে দাবানল ফুসলে উঠছে।
রাত-দিন পৃথিবী উজাড় করে দেয়ার ক্ষোভ আমার মাথায় ঘুরপাক খায়।
আমি,
আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি।
হতাশা, ক্ষোভ, অভিমান সব আজ জড়ো হয়েছে একসঙ্গে।
ওরা আমার সাথেই থাকে, ক্লাস করে, পড়তে বসে।
কিন্তু যখনই যাই ধরতে,
ঢুকে পড়ে মাথায়।
মাথার মধ্যে ক্ষোভের আগুন ধোয়া ছাড়ে চোখ দিয়ে।
হতাশা আর অভিমান তখন আটকে ধরে পা।
আমি তীব্র ক্ষোভের অনল মাথায় নিয়ে স্থির হয়ে যাই।
কেন আমি পারছিনা পৃথিবীর সব অনিয়ম উপড়ে দিতে?
কেন আমায় দেখতে হয় মানুষের করুণ আকুতি?
এই কি তবে দর্শনের বিকাশ?
পৃথিবীর সামগ্রিক মনুষ্যত্বের এই কি আসল রূপ?
উত্তর জানা নেই।
Categories
Recent Posts
About
This is my personal blog, where I write about various topics related to software development, technology, and my own experiences. I enjoy exploring new technologies, frameworks, and programming languages, and sharing what I learn with others.